নারায়ণগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। আজ বৃহস্পতিবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, আজ ভোরে গাজীপুর-রূপগঞ্জ বাইপাস সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কুমিল্লা থেকে জয়পুরহাটগামী টিনবোঝাই ট্রাকে থাকা তিন কৃষিশ্রমিক নিহত হন।
নিহতরা হলেন—শহিদুল ইসলাম (৩৮), আয়েস (৪৫), আব্দুল মজিদ ফকির (৪০)। তাঁদের বাড়ি জয়পুরহাট জেলার সিটকা থানায়।গাজীপুর হাইওয়ে থানার এএসপি আব্দুল কাদের জিলানী জানান,ভুট্টাবোঝাই করে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক টিন নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পরে ট্রাক দুটি নারায়ণগঞ্জের গাজীপুর-রূপগঞ্জ বাইপাস সড়কে পৌঁছালে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে।এতে জয়পুরহাটের দিকে যাওয়া ট্রাকে থাকা তিন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। ওই ট্রাকে কুমিল্লা থেকে আট জন ধান কাটার শ্রমিক ছিল।
এএসপি আব্দুল কাদের জিলানী জানান, সংঘর্ষে ভুট্টাবোঝাই ট্রাকটির সামনের চাকা খুলে যায়। একই সঙ্গে টিনবোঝাই ট্রাকের সম্মুখভাগের ডান দিক দুমড়েমুচড়ে যায়।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
মরদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। উভয় গাড়ির চালক ও চালকের সহকারী ঘটনার পরপরই পালিয়ে গেছেন। গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।