নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন পোশাকশ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিন পোশাক শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মদনপুর এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা ইপিলিয়ন ছুটি হলে একটি মাইক্রোবাসে শ্রমিকরা কাঁচপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে জানালার পাশে বসা মাহমুদা নামের এক নারী শ্রমিকের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
ওসি মনিরুজ্জামান জানান, আহত অবস্থায় আরও ১০ থেকে ১২ জনকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে অজ্ঞাত এক নারী শ্রমিক ও রাসেল নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়।