নোয়াখালীতে প্রায় ৭০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার আড়াই লাখ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ।
তবে অভিযান পরিচালনার সময় জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাল ও নৌকা জব্ধ করে ক্যাম্পে নিয়ে আসেন পুলিশের সদস্যরা।
জব্দকৃত কারেন্ট জালগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা হবে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
পরে স্থানীয় জনপ্রতিনিধি, ঘাটের লোকজন, সাংবাদিকদের উপস্থিতিতে এসব জব্ধ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।