নোয়াখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলে বিআরটিসি বাসের ধাক্কায় আবু বক্কর প্রকাশ নাইম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হন নাইমের বন্ধু আবদুল্লাহ আল মারুফ (১৮)।
আজ সোমবার সকালে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সিরহাট বীরবিক্রম শহীদ তরীক উল্লাহ স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের নুরুল আমিন মানিকের ছেলে। তিনি দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত আবদুল্লাহ আল মারুফ ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
আহত মারুফের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁরা দুই বন্ধু মোটরসাইকেলে ছমির মুন্সিরহাট বাজার থেকে দাগনভূইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের দিকে যাচ্ছিলেন। তাঁরা বাজার সংলগ্ন স্টেডিয়ামের সামনে পৌঁছালে ফেনী থেকে লক্ষ্মীপুরগামী বিআরটিসির বাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু বক্কর প্রকাশ নাঈম মারা যান এবং তাঁর বন্ধু মারুফ আহত হন।
স্থানীয়রা আহত মারুফকে উদ্ধার করে ছমির মুন্সিরহাট সেবা হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে।