নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দুজনের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট বাজারে একটি তেলের গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে দুজন দগ্ধ হয়ে মারা গেছেন এবং এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আগুনে ১৫টির মতো দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার গণিপুর গ্রামের ব্যবসায়ী মহিবুল্লা নিপু (৪০) এবং রহমত উল্যাহর (৫০) বাড়ি সূবর্ণচর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিপু ও রহমত উল্লাহসহ আরো কয়েকজন হাতিয়ার চেয়ারম্যানঘাট বাজারে তেলের গোডাউনে বসে ব্যবসায়িক কাজ করছিলেন। এ সময় ওই গোডাউনে বিক্রির জন্য রাখা কয়েকটি সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় একজন দোকান থেকে দ্রুত বের হতে পারলেও বাকিরা আগুনে দগ্ধ হন।
ঘটনার পর সূবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হয়ে মহিবুল্লাহ নিপু ঘটনাস্থলে এবং রহমত উল্লাহকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।