নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত স্বামী আব্দুর রব বাবুলকে (৬০) আটক করেছে।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্ত বাবুল প্রবাসী ছিলেন। দেশে আসার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে পারিবারিক কলহের জের ধরে আব্দুর রব বাবুলের কথা কাটাকাটি হয় স্ত্রী তাহমিনা আক্তার মিনার (৫৫) সঙ্গে। এক পর্যায়ে বাবুল বাথরুমে তাঁর স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে করে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাঁকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।