নৌযান ধর্মঘটে স্থবির খুলনার রুজভেল্ট জেটি ও ঘাট এলাকা

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবি আদায়ের জন্য গতকাল শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এতে খুলনা থেকে কোনো নৌযান চলাচল করছে না। ফলে স্থবির হয়ে পড়েছে খুলনার রুজভেল্ট জেটি, ৪ থেকে ৭ নম্বর ঘাট এলাকা। এসব স্থানে নৌযান কার্গো, বার্জ, লাইটার জাহাজ, ট্যাংকার ভৈরব ও রুপসা নদীর মধ্যে নোঙর করে অবস্থান করছে।
খুলনা খেকে চলাচলরত তিনটি নৌপথেও কোনো লঞ্চ বা নৌযান চলাচল করছে না। মোংলা বন্দরে আগত বিদেশগামী জাহাজ থেকে আমদানিকৃত পণ্য কার্গো ও বার্জে খালাস করে খুলনার রুজভেল্ট জেটি, ৪ থেকে ৭ নম্বর ঘাট এবং নওয়াপাড়ায় নেওয়া হয়। পরে এসব স্থান থেকে সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন স্থানে পণ্য চলে যায়। কিন্তু নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের ফলে কোনো কার্গো, বার্জ বা নৌযান থেকে কোনো পণ্য উঠানামা করছে না। ফলে এসব ঘাট এলাকায় হাজার হাজার শ্রমিক অলস সময় অতিবাহিত করছে। এতে বন্ধ রয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ।
একই কারণে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে করে খুলনায় জ্বালানি তেল আসা বন্ধ হয়ে গেছে। দুই-তিন এই ধর্মঘট অব্যাহত থাকলে নগরীর পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে।