নড়াইলে কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইলে কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : এনটিভি
নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল শহরের আশ্রম সড়কে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন তিনি। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. বাসীদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মানিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, পরিচালক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, নড়াইল শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা করিম আলী আবু সিনা, অধ্যক্ষ ফাতেমা ইসলাম, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বরকত, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান।