পঞ্চগড়ে পুলিশ-মুসুল্লি সংঘর্ষে আহত অর্ধশত, বাড়িঘরে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/03/panchagarh.jpg)
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধের সময় পুলিশ এবং মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর চৌরঙ্গী মোড়ে এই সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া বাড়িঘরে করা হয়েছে অগ্নিসংযোগ, চলেছে লুটপাট। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া করে। বেশ কিছুক্ষণ সেখানে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবাব বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অনেকে আহত হন।
বেশ কয়েকটি সূত্রের দাবি, সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধরা আহমদ নগরের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/03/03/in.jpg)
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে বিজিবি ও র্যাব সদস্যরা কাজ করছেন। অন্যদিকে, চলছে বিক্ষুব্ধদের অবরোধ।
এ বিষয়ে বারবার চেষ্টার পরও জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।