চাদের দক্ষিণ-পশ্চিমে ভয়াবহ সংঘর্ষে ৩৫ জনের প্রাণহানি

চাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ‘ভয়াবহ সংঘর্ষে’ অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এই সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। লোগোন-অক্সিডেন্টাল অঞ্চলে বৃহস্পতিবার (১৫ মে) এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (১৬ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র কাসিম শেরিফ মাহামাত এক বিবৃতিতে জানান, ‘এই মর্মান্তিক সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’ তবে বিবৃতিতে সংঘর্ষে কারা জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
চাদের দক্ষিণাঞ্চলে প্রায়শই এ ধরনের সহিংসতা দেখা যায়। এই অঞ্চলে বসবাসকারী খ্রিষ্টান ও প্রাণবাদী সম্প্রদায়গুলো প্রায়শই অভিযোগ করে থাকেন যে, সরকার তাদের প্রতি উদাসীন। ধারণা করা হচ্ছে, এই সংঘর্ষের মূলে রয়েছে গবাদি পশুচারণকারী যাযাবর মুসলিম গোষ্ঠী এবং স্থানীয় খ্রিষ্টান ও প্রাণবাদী কৃষকদের মধ্যে দীর্ঘদিনের জমি ও পশুচারণ ক্ষেত্র নিয়ে বিরোধ।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংকট গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে চাদে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরও দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে।