পরিচ্ছন্ন রাজনীতি শুরু হতে হবে ছাত্রলীগ থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী
‘পরিচ্ছন্ন রাজনীতি শুরু হতে হবে ছাত্রলীগ থেকে’, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
জগন্নাথ থেকেই রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জগন্নাথের নাম শুনলেই আবেগে আপ্লুত হয়ে যায়। আমার রাজনীতির শুরু এ প্রতিষ্ঠান থেকেই। পরিচ্ছন্ন রাজনীতির শুরু হতে হবে ছাত্রলীগ থেকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই, আজ সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’
স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘১৭ মে ঝড় বৃষ্টিতে আকাশ ছিল প্রকম্পিত। যেন তাঁকে দেখার জন্যই আকাশ কেঁদেছিল। সেদিন শেখের বেটি এসেছেন, এরপর আমাদের আর ভয় নেই।’
‘যতদিন এ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন দেশের অগ্রগতি অব্যাহত থাকবে’ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘করোনাকালীন সময়ে সরকার কৃষির ওপর নজর রেখেছিল। যেখানে সারা বিশ্বে খাদ্য উৎপাদনে সমস্যা দেখা দিয়েছিল, সেখানে আমাদের দেশে ব্যাঘাত ঘটেনি।’
আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন কাজী মো. নাজিবুল্লাহ হিরু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি দেবাশীষ বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক স্বপন, সাবেক সভাপতি কামরুল হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।
এ ছাড়া ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।