পাগল ছেলের দায়ের কোপে বাবা নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযুক্ত পাগল ছেলে জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহের মুক্তাগাছায় পাগল ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মুক্তাগাছার মীর্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত বাবার নাম ইমান আলী ফকির (৭৫)। অভিযুক্ত ছেলে জহিরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বাবার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, ছেলে জহিরুল ইসলাম ধারালো দা দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এক কোপেই তিনি মারা যান। পরে জহিরুলকে আটক করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছেলে জহিরুল পাগল।