পাচারের অর্থ ফিরিয়ে আনার দাবিতে নাটোরে মানববন্ধন

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। ছবি : এনটিভি
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ নিত্য পন্যের মূল্য কমানোর দাবিতে নাটোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নির্মল চৌধুরী,বাসদ আহ্বায়ক দেবাশীষ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে অর্থ পাচারকারীদের গ্রেপ্তারসহ পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে চাল, ডাল, তেলসহ সব নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান। অন্যথায়, সরকারের পদত্যাগ দাবি করেন।