পাবনায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/24/24-06-2021-18-41-25-pabna-arms-recovery-photo-24-06-2021-1.jpg)
পাবনায় র্যাবের অভিযানে উদ্ধারকৃত পাইপগান ও মোবাইল। ছবি : এনটিভি
পাবনার আতাইকুলা উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ রাসেল (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গতকাল বুধবার রাতে উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাসেল পাবনার আতাইকুলার মধুপুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল বুধবার রাতে মধুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুইটি পাইপগান ও দুটি মোবাইল ফোনসেটসহ রাসেলকে আটক করা হয়।
র্যাবের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রির সঙ্গে জড়িত। নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।