পাবনায় চার দফা দাবিতে ‘বাউলবন্ধন’

পাবনায় অসাম্প্রদায়িক চেতনার প্রসার, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি, মুক্তচিন্তার প্রসার এবং মানবতার মুক্তি লক্ষ্যে চার দফা দাবিতে বাউল-সাধক-ফকির ও মুক্তমনা সংগঠনের সমন্বয়ে আজ রোববার বেলা ১১টায় প্রেসক্লাবে সামনে কুলনাশা বাউল সঙ্গ গাছপাড়া’র আয়োজনে ঘণ্টাব্যাপী ‘বাউলবন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
কুলনাশা বাউল সঙ্গ’র সভাপতি বাউল রাজিবের সভাপতিত্বে বক্তব্যে দেন আরশি নগর-এর সভাপতি উমত বয়াতি, আবুল হোসেন বয়াতি, আব্দুল আজিজ বয়াতি, চাটমোহর লালন একাডেমির সভাপতি জাকির হোসেন, ভাস্কর চৌধুরী প্রমুখ।
‘বাউলবন্ধন’ উত্থাপিত দাবি চারটি হলো—জাতীয় পর্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রনয়ণ; প্রতিটি জেলা, উপজেলা ও থানা ভিত্তিক বাউল চত্বর বা মুক্ত চত্বর প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সরকারি নিরাপত্তায় বাউল-ফকির ও সব মুক্তমনা মুক্তচর্চা করা যাবে; শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক উদার মানবতাবাদী ও সম্প্রীতিমূলক অসাম্প্রদায়িক শিক্ষার ব্যবস্থা করতে হবে; এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যন্ত্র সংগীতের মাধ্যমে জাতীয় সংগীত প্রদর্শন বা পরিবেশন করতে হবে ।
পরে জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করেন বাউল-ভক্ত-অনুরাগীরা।