পাবনায় বজ্রপাতে দুজনের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের ইমরান হোসেন (১৮) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আরিফ হোসেন (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে বাড়ির পাশের মাঠে বেগুন তুলছিলেন ইমরান এবং মাঠে বাঙ্গি তুলছিল কিশোর আরিফ। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে নিহত দুজনের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’