পাবনায় ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

পাবনায় স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলার প্রেসক্লাব মিলনায়তনে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাবনা কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাসানীর নাতি হাসরত আলী খান ভাসানী।
পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সোসাইটি ফর ডেমক্রেসি রাইটের সভাপতি (ইউকে) ব্যারিস্টার ইকবাল হোসাইন, পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুরো, ভাসানী স্মৃতি সংসদের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুর হোসেন শাহীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানীকে মুছে ফেলা মানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা। পাঠ্যপুস্তক থেকে ক্রমাগত ভাসানীর নাম ও কর্মযজ্ঞ মুছে ফেলা হয়েছে। আর এই কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেটা পরিষ্কার।
স্মরণসভা শেষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।