ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষে হকার নিহত

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকারদের দুই পক্ষের সংঘর্ষে জুবায়ের নামে এক হকার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নগরীর বঙ্গবন্ধু সড়কে সাধুর পৌল গির্জার সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধে এই সংঘর্ষ বাধে। নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার স্বপন ও সাঈদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দ্বিতীয় দফায় এক পক্ষ বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় জুবায়ের নামের এক হকার ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত জুবায়েরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর রাত ৮টায় তিনি মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আমরা নিহত হকারের নাম-পরিচয় জেনেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের শনাক্তের চেষ্টা করছি। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।