ফেসবুকে স্ট্যাটাস, ২৪ ঘণ্টার মধ্যে পানির কল ঠিক করলেন মেয়র

ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক গণমাধ্যমকর্মীর স্ট্যাটাস দেখে ২৪ ঘণ্টার মধ্যে ভাঙা পানির কল মেরামত করে দিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। শহরের রুটিওয়ালাপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পানির কলের পাইপ দিয়ে অনবরত সাপ্লাইয়ের পানি পড়তে দেখে গত শনিবার ফেসবুকে স্ট্যাটাস দেন ওই গণমাধ্যমকর্মী।
এর মধ্যেই গতকাল রোববার দুপুর ১২টার দিকে মসিকের পানি বিভাগ থেকে নাসির নামে এক কর্মচারী ওই সাংবাদিককে ফোন দিয়ে পানির কলটির অবস্থান জানতে চান। পরে সব শুনে গতকাল রোববার দুপুর ২টার দিকে কলটি মেরামত করা হয়। শহরে এ ধরনের সমস্যা আরও অনেক জায়গাতেই রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ওই কল দিয়ে অনবরত পানি পড়ছিল। কিন্তু মসিকের পানি বিভাগকে জানালেও কোনো কাজ হয়নি। ওই পানি পাশের ড্রেনে গিয়ে পড়ছিল। এতে ড্রেনের ময়লা পানি এসে পড়ত রাস্তায়। এতে করে পথচারীদের জামা-কাপড়ে ময়লা লেগে যেত প্রতিনিয়তই।
এ বিষয়ে মসিক মেয়র ইকরামুল হক টিটু জানান, বিষয়টি তাঁর নজরে আসামাত্র তিনি পানি বিভাগকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমি জনগণের যে কোনো সমস্যা জানামাত্র সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত সমাধান করতে বলি। কারণ, আমার প্রথম কাজ নাগরিক সুবিধা নিশ্চিত করা। যেখানেই ভোগান্তি সৃষ্টি হবে, জানামাত্রই সেখানে ছুটে যাব। সমস্যা সমাধানে যাবেন সংশ্লিষ্ট সেবাকর্মীরা।’
মেয়র আরও আশ্বাস দেন, শহরের যতো স্থানে এ ধরনের সমস্যা আছে, সবগুলো দ্রুত ঠিক করার ব্যবস্থা নেবেন তিনি, যেন নগরবাসী তাঁকে নিজেদের আপনজন মনে করতে পারেন।