বন্যার্তদের অবহেলা করছে সরকার : এলডিপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/26/elddipi.jpg)
এলডিপির নেতারা নেত্রকোনার জারিয়া বাজারে আজ রোববার বন্যাদুর্গত এলাকায় লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেন। ছবি : এনটিভি
সিলেট-সুনামগঞ্জসহ বন্যার্তদের সরকার অবহেলা করছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘সরকার বন্যাক্রান্ত এলাকায় ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে। মানুষের পাশে নেই তারা। বন্যার্তরা সরকারের অবহেলায় পড়েছে।’
নেত্রকোনার জারিয়া বাজারে (গাওকান্দিয়া ইউনিয়ন) আজ রোববার বন্যাদুর্গত এলাকায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন শাহাদাত হোসেন সেলিম।
এদিন এলডিপির উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, মরিচ, লবণসহ নানা পণ্য বিতরণ করা হয়। প্রতি পরিবারকে প্রায় ১০ কেজি ওজনের প্যাকেট দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ যুগ্ম মহাসচিব চাষী এনামুল হক, এস এম বেলাল, মাসুম আব্বাসী, মহিলা দল নেত্রী নিলা শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।