বরিশালে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুর ইউনিয়নে এ সংঘর্ষ হয় বলে দাবি স্থানীয়দের।
নিহত রনি মোল্লা (৩১) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার মেজ ছেলে। আহতেরা হলেন—তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২)। তাঁরা শের-ই-বাংলা মেডিকেল চিকিৎসাধীন।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
আহতরা জানান, মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় মামুন মেম্বার ও তাঁর ভাই সুমন ও কাওছার মৃধার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মিলে রাতে তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁদের কুপিয়ে আহত করেন হামলাকারীরা।
বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পিড বোটে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রনি মোল্লার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান মোস্তাফিজ। এ ছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।