বসুরহাটে ৪ দফা দাবিতে বাসমালিক সমিতির সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বিভিন্ন যানবাহন ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তাসহ চার দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে বসুরহাট বাসমালিক সমিতি ও সাধারণ শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব ঘটনায় উদ্বেগ জানান নেতারা।
তারা প্রধানমন্ত্রী এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে অবিলম্বে রাজনৈতিক হানাহানি বন্ধের বিষয়ে হস্তক্ষেপ কামনা করছেন।
এতে উপস্থিত ছিলেন বসুরহাট বাসমালিক সমিতির সভাপতি আকরাম উদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নেতারা। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন চলাকালে তারা সড়ক ও সেতুমন্ত্রীর নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন।
তারা এ সময় কাদের মির্জা ও তাঁর ছোট ভাই শাহাদাৎ হোসেনের হাত থেকে বাসস্ট্যান্ড ও মালিক সমিতিকে রক্ষা করা, হামলাকারীদের আইনের আওতায় আনা, বাসমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ সবার নিরাপত্তার ব্যবস্থা করা, বাসস্ট্যান্ডকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার জোর দাবি জানান।