মেঘনায় ধরা পড়ল ২৯ কেজির ব্রিগেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মণের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ব্রিগেড মাছ। গতকাল রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় পরিতোষের জালে উঠে আসে মাছটি। বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিতোষ বর্মণ ও তার সহযোগীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও পরিতোষ বর্মণসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকা থেকে জাল ফেলার পর কিছুক্ষণের মধ্যেই তাদের জালে উঠে আসে বিশাল আকারের ব্রিগেড মাছটি। ওজন মাপলে দেখা যায়, মাছটির ওজন ২৯ কেজি।
স্থানীয় বাজারে এত বড় মাছের ক্রেতা না থাকায় পরিতোষ বর্মণ মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সুমন মিয়া জানান, তিনি মাছটি ভৈরব বাজারে নিয়ে বিক্রি করবেন।
জেলে পরিতোষ বর্মণ বলেন, এ বছর আমাদের জালে সৌভাগ্যক্রমে কয়েকটি বড় মাছ ধরা পড়েছে। আজকের মাছটি ২৯ কেজি ওজনের ছিল। ভালো দামে বিক্রি করতে পেরে আমরা সবাই খুব খুশি।
এর আগে, গত ২৮ এপ্রিল মেঘনা নদীতে ধরা পড়েছিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ এবং ১০ মে ধরা পড়ে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ। বড় মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।