বাগেরহাটে টেম্পুর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় গরুবাহী টেম্পুর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মহিদিয়া এলাকার তারিকুল ইসলাম লিটন (৩০) ও কৃষ্ণবাটিয়া এলাকার মো. তুহিন (৩৪)।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, বেতাগা বাজার থেকে একটি বিকল গরুবাহী টেম্পুকে অপর একটি টেম্পুর পিছনে বেঁধে টেনে আনছিল। পথিমধ্যে খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় ওই টেম্পু একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ সময় এক আরোহীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলটিও ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে সেখান থেকে টেম্পুকে জব্দ ও নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।