বাগেরহাটে বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ঈদের দিনে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর তালুকদার (২৬) ও ধোপাখারী গ্রামের রুহুল আমিন (৩০)।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ওই দুই যুবক মোটরসাইকেলে খুলনায় যাচ্ছিল। তারা লকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
সড়ক দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেন, হাইওয়ে পুলিশ এবং ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।।
ঘাতক বাসটি জব্দ এবং এর হেলপারকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।