বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ বাসযাত্রী।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিক উপজেলার মাওয়া-বিশ্বরোডের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাসপাতালে পাঠিয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। তবে দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আজ বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি ও বিপরীত দিকে থেকে আসা বালিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজিব পরিবহনের গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টে যায় এবং বালিভর্তি ট্রাকটির তেলের ট্যাংক ও চাকা ভেঙে যায়।’
‘এ সময় ঘটনাস্থল থেকে শিশুসহ অজ্ঞাত পরিচয় তিনজনের লাশ উদ্ধার করা হয়। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে আহতদের মধ্যে আরো দুজন মারা গেছেন’, যোগ করেন ওসি।