বাথরুমে ঝুলছিল প্রবাসীর স্ত্রী-ছেলের লাশ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের বাড়ির বাথরুম থেকে এক প্রবাসীর স্ত্রী ও তাঁর ছয় বছর বয়সী ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মিরপুর থানা পুলিশ একই ওড়নায় ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন কুয়েত প্রবাসী তাইজাল আলীর স্ত্রী মনিরা খাতুন (২৮) ও তাঁদের ছেলে আনাস (৬)।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝোলানো দুটি লাশ উদ্ধার করেছে। দুপুরে প্রতিবেশীদের কেউ তাইজালের বাড়িতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে উঁকি দেন। তার পরও কাউকে না পেয়ে ঘরের সঙ্গে সংযুক্ত বাথরুমে ঝুলন্ত লাশ দেখতে পান।
পরিদর্শক জানান, তাইজালের বাড়ির সঙ্গেই তাঁর বাবা ও ভাইদের বাড়ি। তবে কেন, কীভাবে মৃত্যু হলো; এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।