বান্দরবানে যুবকের মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/11/bandarban.jpg)
বান্দরবানের পুলিশ সুপারের কার্যালয়। ছবি : সংগৃহীত
বান্দরবানে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সদর উপজেলার বালাঘাটা পূর্বমুসলিম পাড়ায় ওই যুবকের মরদেহ নিজের বাসা থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম দেলোয়ার হোসেন (১৮)। সে পেশায় একজন রাজমিস্ত্রী। তাঁর বাড়ি চড়ুইপাড়া এলাকায়।
নিহত যুবকের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘বছর খানেক আগে আমার ছোটভাই পরিবারের অসম্মতিতে বালাঘাটার এক নারীকে প্রেম করে বিয়ে করেন। তারপর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। সকালে ভাইয়ের মৃত্যুর খবর শুনে এসে দেখি খাটের ওপরে মরদেহ পড়ে আছে। গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ‘একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’