বিএনপির সমাবেশে হামলা ও ভাঙচুরের অভিযোগ

খুলনায় ১৭ নং ওয়ার্ড বিএনপির কর্মিসভায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে এ হামলা ও ভাঙচুর চালানো হয় বলে দাবি বিএনপির।
মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিনের দাবি, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের হামলায় বিএনপির ২০ থেকে ২৫ নেতাকর্মী আহত এবং ১৫ থেকে ১৬টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
তুহিন জানান, আহতদের সাত-আটজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু, সেখানেও যুবলীগকর্মীরা তাদের ঘেরাও করেছে।
আজ বিকেলে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ছিল। অপরদিকে, সন্ধ্যায় নিউমার্কেটের পাশে ১৭ নং ওয়ার্ড বিএনপির কর্মিসভা চলছিল। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা এসে হামলা করে। ঘটনাস্থলে থাকা ১৫ থেকে ১৬টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে জানতে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগনেতা শেখ হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি হামলার ঘটনা স্বীকার করেন। তবে, কারা হামলা করেছে, তা জানেন না বলে জানান।