বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে মোংলায় পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/20/meyor.jpg)
বিদ্যুৎ সাশ্রয়ে পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান (মাঝে) । ছবি : এনটিভি
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান পাজেরো গাড়ি ছেড়ে হেঁটেই করছেন অফিস। দূরের পথে ব্যবহার করছেন পায়েচালিত ভ্যান। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা প্রতিপালনে তিনি এই উদ্যোগ নিয়েছেন। মেয়র মনে করেন, সবাই এভাবে একটু একটু করে সাশ্রয়ী চিন্তা করতে থাকলে সমস্যা বেশি দূর গড়াবে না। দ্রুতই সমাধান হয়ে যাবে।
মেয়র আবদুর রহমান বলেন, ‘আজ সকালে আমি পায়ে হেঁটে এবং কাউন্সিলররা বাইসাইকেল ও ভ্যানে অফিসে এসেছেন। বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাশ্রয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রমে পৌরবাসী বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উদ্বুদ্ধ হবেন বলে আশা করছি।’
এসময় মেয়র বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।