স্পেন-পর্তুগালের বড় অংশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়

স্পেন ও পর্তুগালের বড় এলাকাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে দেশ দুটির বিদ্যুৎ বিভাগ। স্পেন ও পর্তুগালের বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে ফ্রান্সেও। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এমন বিপর্যয় শুরু হয়। সমস্যা সমাধানে স্পেন ও পর্তুগালের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসেছে।
স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, সোমবার বিদ্যুৎ বিভ্রাটের পর বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য তারা জ্বালানি কোম্পানিগুলোর সাথে কাজ করছে।
স্পেনের রেডিও স্টেশনগুলো জানিয়েছে, মাদ্রিদ শহরের ভূগর্ভস্থ অংশ খালি করা হচ্ছে। ট্র্যাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে যানজট দেখা দিয়েছে।
অন্যদিকে পর্তুগিজ পুলিশ জানিয়েছে, সারা দেশে ট্রাফিক সিস্টেমে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে। লিসবন ও পোর্তোতে মেট্রো ও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্পেনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্পেনের উত্তর-পূর্ব সীমান্তবর্তী ফ্রান্সের বেশ এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।