বিয়েতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারাল প্রাইভেটকার, নিহত ৭

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাত জন নিহত হয়েছে। গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকারে শ্যালকের বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে দুই শিশু সন্তানসহ মোসাব্বের আক্কাস আলী দম্পত্তি নিহত হয়। নিহত অপর তিনজনের মধ্যে দুইজন তাঁর আত্মীয় এবং একজন প্রাইভেটকারের চালক। এ ঘটনায় আহত আরো দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোসাব্বের আক্কাস আলী রাজশাহী নগরীর মোন্নাফের মোড় দেবীসিংপাড়া এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর মুন্নাফের মোড় এলাকার মোসাব্বের আক্কাস আলী (৪০), তাঁর স্ত্রী হাসনে আরা (৩০), তাঁর মেয়ে মুসফিরা (১২), ছেলে আদিব আল হাসান (৬ মাস), আক্কাসের বোন আসিয়া বেগম (৩৫), মহানগরীর মেহেরচন্ডী এলাকার প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫) ও নাটোরের সিংড়া উপজেলার আতিয়া খাতুন (২০)। আতিয়া রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহত আসিয়ার স্বামী গোদাগাড়ী বারুইপাড়া গ্রামের রমজান আলী (৩৫) ও তাঁর মেয়ে রাফিয়া (৩)। এদের মধ্যে রমজান আলী হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিন বছরের শিশু রাফিয়াকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শ্যালকের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বোন, বোনের স্বামী, ভাগ্নে ও ভাগ্নিকে নিয়ে প্রাইভেটকারে গোদাগাড়ী যাচ্ছিলেন রাজশাহী নগরীর মুন্নাফের মোড় এলাকার মোসাব্বের আক্কাস আলী। গাড়িতে শিশু ও নারীসহ আটজন ছিলেন। দুপুরে তাদের বহনকারী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ- ১১-৩২৬০) গোদাগাড়ী উপজেলার কাদিরপুর এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই আরও তিনজনের মৃত্যু হয়। এরপর বিকেলে আহত আতিয়ার মৃত্যু হয়।