বেগম রোকেয়া দিবসে গোপালগঞ্জে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে আজ শুক্রবার দুপুরে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বক্তব্য দেন।
পরে অর্থনীতিতে সাফল্য অর্জনের জন্য অনুরেখা হালদার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশাখা সিকদার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে সোহাগী রহমান মুক্তা, সফল জননী ক্ষেত্রে মোসা. জামেলা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্ষেত্রে রাবেয়া বেগমকে ক্রেস্ট, সনদপত্র প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।