ভবনে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/22/ngonj-dead-photo.jpg)
নারায়ণগঞ্জ সদর মডেল থানা। ফাইল ছবি
নারায়ণগঞ্জ নগরীর নলুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রড উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন মো. রাজু ও ফরহাদ হোসেন। তাদের বাড়ি সুনামগঞ্জে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) শিবলী জানান, নলুয়াপাড়া এলাকার কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড উঠানোর সময়ে রাস্তার পাশে থাকা হাই ভোল্টেজের তারের সঙ্গে জড়িয়ে পড়ে রাজু ও ফরহাদ।
বিদ্যুৎস্পৃষ্টে দুজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।