ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন মা-বাবাসহ আরো তিনজন। আজ সোমবার ভোরে উপজেলার হবিরবাড়ীর তেপান্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলবান্দা গ্রামে। তাঁরা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন।
হাইওয়ে ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, ভোরে মহাসড়কের তেপান্তর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক জয় মোর্শেদ (৩২) নিহত হন। গুরুতর আহত ছোট ভাই আকাশকে (৩০) ভালুকা হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ সময় আহত হন নিহতদের বাবা মঞ্জুর মোর্শেদ, মা স্ত্রী জেসমিন আক্তার ও চাচা মাহবুবুল হক লাকী।
পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।