ভাওয়াল ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

প্রতীকী ছবি : সংগৃহীত
ময়মনসিংহ-ঢাকা রেলপথে আউলিয়ানগরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বিকল হওয়ায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। প্রয়োজনীয় মেরামতের পর ট্রেনটি সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলের লোকো শেড ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার (ইঞ্জিন) আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে পড়ে। ফলে এ অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে খবর পেয়েছি, বিকল ইঞ্জিন সচল হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে পাওয়ার কার এসেছে। সাড়ে ৯টার দিকে ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে।’