ভৈরবে ২ কারখানাকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে রুবি সেমাই ও বেবী বেকারি নামে দুই কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানা দুটিকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে ভৈরব শহরের চণ্ডীবের এলাকায় রুবি সেমাই কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের অপরাধে কারখানার মালিক দুলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকার বেবী বেকারিতে অভিযান চালিয়ে একই অপরাধে কারখানা মালিক আনোয়ার হোসেন ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ইউএনও।
ভৈরব থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।