জীবননগরে ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা

জীবননগরে সোমবার বিকেলে ইটভাটা মালিককে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এসপিএইচ ব্রিকস নামের এক ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ মার্চ) বিকেলে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

জীবননগরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা করা হয়। ছবি : এনটিভি
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে এসপিএইচ ব্রিকসের মালিক রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুনরায় একই অপরাধ না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।