মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে প্রাণ গেল দুই ভাইয়ের

ময়মনসিংহের তারাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশু আশরাফুল ও শাহিনের মরদেহ। ছবি : এনটিভি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশকা গ্রামে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো আশরাফুল (১২) ও শাহীন (৮)। আশরাফুল চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও শাহিন তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের বাবা চান্দপুর উচ্চ বিদ্যালয়ে দপ্তরির চাকরি করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল খায়ের জানান, আজ দুপুরে শিশু আশরাফুল ও শাহীন বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যায়। অনেক সময় পরও তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল ৫টার দিকে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।