মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবক শাহীন। ছবি : এনটিভি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে শাহীন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গফরগাঁও থানায় একটি মামলা করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার এ খবর নিশ্চিত করে বলেন, ‘গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ওই শিশুকে (১০) মোবাইলে গেম খেলার কথা বলে বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শাহীন। এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’
ওসি আরো বলেন, ‘ওই ঘটনায় আজ রাতে মামলার পর অভিযুক্ত যুবক শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।’