মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহত ট্রাকচালকের সহকারী মারুফ হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছাইল গ্রামের মামুন মিয়ার ছেলে।
বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ জাকির হেসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা পরিবহণের যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি যানেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকা পড়েন দুই চালক। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ও ট্রাকচালকের সহকারীসহ ১১ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালকের সহকারী মারুফের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর ঢাকা -আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।