মোংলায় ড্রেজারে ডাকাতি, টাকাসহ মালামাল লুট

বাগেরহাটের মোংলায় বালুর ড্রেজারে উঠে গলায় ছুরি ধরে হাত ও পা বেঁধে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে পশুর নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় চারজনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, পশুর নদীর পাশে মোংলা সাইফ পাওয়ার পোর্ট সাইডে বালু অপসারণের সময় ড্রেজারে উঠেন একদল ডাকাত। এ সময় ড্রেজারে থাকা নাবিকদের হাত পা বেঁধে ও গলায় ছুরি ধরে নগদ তিন লাখ টাকাসহ ড্রেজারে থাকা মূল্যবান মালামাল লুটে নেয়। পরে নাবিকরা ওই ডাকাতদের চিনতে পারায় ড্রেজারের মালিক মো. নবীর হোসেন হাওলাদার বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করেন। এতে উপজেলার নারিকেলতলা আবাসন এলাকার মো. লাভলু, মো. বুন্ধি, গুডগুটি বারেক ও বটতলার মাসুদকে মামলায় আসামি করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’