মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

মোংলা-খুলনা মহাসড়কের চুলকাঠী এলাকায় ট্রাকচাপায় মোংলার দিগরাজ নৌঘাঁটির সেকেন্ড লেফটেন্যান্ট মো. ফিরোজ কবির নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মোংলায় যাওয়ার পথে মহাসড়কের চুলকাঠী বাজারে পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ, চুলকাঠী পুলিশ ফাঁড়ি ও মোংলার দিগরাজ নৌঘাঁটির কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
নিহত ফিরোজ কবির দিগরাজ নৌঘাঁটির বিএনএস রূপসা জাহাজে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তাঁর স্ত্রীকে কাটাখালী থেকে গাড়িতে উঠিয়ে দিয়ে মোংলায় ফিরছিলেন তিনি।
চুলকাঠী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. ওলিয়ার রহমান বলেন, ‘কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ কবির। চুলকাঠী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেঁতলে গিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর কর্মকর্তাসহ সদস্যরা রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।