গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত আরও ৫৯

গাজা উপত্যকায় আবারও ব্যাপক বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার (১৭ মে) দিনগত মধ্যরাত থেকে চালানো এ হামলায় অন্তত ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৬ জনই তথাকথিত “নিরাপদ এলাকা” আল-মাওয়াসিতে নিহত হন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সেখানে একটি বাড়িতে হামলা চালিয়েছে, যাতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
চিকিৎসা সূত্রে জানানো হয়েছিল, মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৬ জনই ছিলেন দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায়।
এই হামলার মধ্যেই ইসরায়েল গাজায় একটি নতুন এবং বড় পরিসরের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে কাতারে হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধবিরতি আলোচনাও শুরু করেছে তারা।
বাগদাদে এক বৈঠকে আরব দেশগুলোর নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন এবং অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ২৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।
সরকারি মিডিয়া অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে—৬১ হাজার ৭০০ জনেরও বেশি মারা গেছেন বলে তারা ধারণা করছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু মানুষ এখনও নিখোঁজ।