ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র বরখাস্ত

বরখাস্তকৃত ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ কারণে শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র শহীদুল ইসলাম বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই মামলা করা হয়েছে। একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলার অভিযোগপত্রে নাম আসায় আমাকে বরখাস্ত করা হয়েছে।’