ময়মনসিংহে ইজিবাইকচালক হত্যায় গ্রেপ্তার ৫

ময়মনসিংহের ভালুকার ইজিবাইকচালক মোফাজ্জল হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। আজ সোমবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে অধিনায়ক মহিবুল ইসলাম খান সংবাদ সন্মেলেনে এ কথা বলেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবু মিয়া (২৩), রিয়াল মিয়া (২২), মো. শামীম মিয়া (১৯), এক শিশু (১৪), ও মো. নাইম আহমেদ (২৪)।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২৪ অক্টোবর দিনগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে র্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় ভিকটিমের ইজিবাইক, ব্যাটারি, পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
১৯ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মো. মোফাজ্জল হোসেন গাজীপুরের শ্রীপুর থানার হবিরবাড়ি আমতলী এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। জৈনা বাজার যাওয়ার কথা বলে মোফাজ্জলের ইজি বাইকে ওঠেন আসামিরা। কিছুদূর যাওয়ার পর আসামি রিয়াল এবং শিশুটি পিছন থেকে ভিকটিমের গলায় গামছা পেছিয়ে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে আসামি নাইম আহমেদ ১৯ হাজার টাকায় ইজিবাইকটি কিনে নেয়। বাবু, বিয়াল এবং শামীম ছয় হাজার টাকা করে নিয়ে শিশুটিকে দুইশ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন ২০ অক্টোবর ভিকটিমের বাবা দুলাল মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের তথ্য অনুযায়ী র্যাব ইজিবাইকটি শ্রীপুরের একটি গ্যারেজ থেকে উদ্ধার করে।
আসামিদের আদালতে সোপর্দ করার জন্য ভালুকা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের অধিনায়ক।