ময়মনসিংহে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আবদুল মজিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য গতকাল রোববার বিকেলে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল মজিদ উপজেলার কৃষ্ণ গ্রামের বাসিন্দা। এদিকে এ ঘটনায় ওই বৃদ্ধের বাড়ির লোকজনদের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও রেজাউল করিম বলেন, ‘জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছিলেন আবদুল মজিদ। কিন্তু হাসপাতালে আসার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুনির হোসেনকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরীক্ষাগারে পাঠাতে বলেছি। আজ নমুনা পরীক্ষাগারে পৌঁছেছে।’
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গতকাল বিকেলে চৌকিদার পাঠিয়ে মৃত ব্যক্তির বাড়ির লোকজনদের চলাচলের ওপর সীমিত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বলেও জানান ইউএনও।