ময়মনসিংহে জঙ্গি সন্দেহে চারজন আটক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জোড়বাড়ীয়া গ্রাম থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে র্যাব। আজ রোববার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে ই-মেইল বার্তায় দাবি করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৫০), মো. আক্কাছ আলী (৫৫), মো. হারুন (৩৫), মো. ওসমান গনি মল্লিক (৪৮)। তাঁরা সবাই জোড়বাড়ীয়া গ্রামের বাসিন্দা।
ই-মেইল বার্তায় র্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ২টার দিকে জেলার ফুলবাড়ীয়া থানাধীন জোড়বাড়ীয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের মালিকানাধীন সেমিপাকা টিনশেডের ঘরে অভিযান চালায় র্যাব-১৪ সদস্যরা। পরে সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির চার সদস্যকে আটক করা হয়। আটককৃতরা নাশকতার জন্য গোপনে বৈঠক করছিলেন। র্যাব সদস্যদের দেখে আটককৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও কিছু উগ্রবাদী বই জব্দ করা হয়।
আটককৃতরা র্যাবকে জানান, তাঁরা কারাগারে আটক জেএমবির বন্দি সদস্যদের মুক্ত করতে তহবিল সংগ্রহের কাজ করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।