ময়মনসিংহে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৫৫) ও আবদুর রশিদ (৭৫) নামের দুই পথচারী নিহত হয়েছেন। উপজেলার চারআনিপাড়া নামক স্থানে আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা এবং আবদুর রশিদ কাকচর গ্রামের বাসিন্দা।
ওসি তৌফিকুল ইসলাম জানান, আজ সকাল ৬টার দিকে সিরাজুল ইসলাম বাইসাইকেলে করে এবং আবদুর রশিদ হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক দুজনকেই চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
ওসি আরো জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।