ময়মনসিংহে ট্রাক-ভেকু সংঘর্ষে চালকের সহকারী নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও ভেকুর সংঘর্ষে মো. সানি নামের ট্রাক চালকের এক সহকারী নিহত হয়েছেন। উপজেলার রশিদপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজ শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. সানি ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার দিঘারকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে একটি ট্রাক ঢাকা থেকে নোত্রকোনার দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর এলাকায় একটি ভেকুর সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাক চালকের সহকারী মো. সানি নিহত হন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।